খেলা বিভাগে ফিরে যান

মরণবাঁচন লড়াইয়ে গোল এল এনজোর পা থেকেও, কে এই তরুণ?

November 27, 2022 | < 1 min read

অঘটনের লুসেল স্টেডিয়ামেই শনিবার প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল আর্জেন্টিনা। মাঠে দেখা গেল মেসি ম্যাজিক। দ্বিতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন এনজো ফার্নান্ডেজ। গোলটি দুরন্ত। এখনও অবধি যা দেখা গিয়েছে, তাতে বাইশের বিশ্বকাপে প্রথম পাঁচে থাকবে এনজোর গোলটি। খেলার ৮৭ মিনিটে মেসির পাস থেকে দু-জন ডিফেন্ডারকে কাটিয়ে টপ কর্নার দিয়ে বল জড়িয়ে দিলেন এনজো। ওচোয়াও ঠাহর পেলেন না। ফুটবল দুনিয়া অনেকদিন এই গোল মনে রাখবে।

বুয়েনস আইরেসের সেন মার্টিনের ছেলে এনজোর এটি প্রথম বিশ্বকাপ। জাতীয় দলে এবারই তাঁর অভিষেক হয়েছে। মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ছিল তাঁর জীবনের পঞ্চম ম্যাচ। দেশের হয়ে অনূর্ধ্ব-১৮ খেলা এনজো আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের অ্যাকাডেমি গ্র্যাজুয়েট। ২০১৯ সালে রিভার প্লেটের সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেন এনজো। এরপরের মরশুমে ক্লাব ডিফেনসা ওয়াই জাস্টিসের হয়ে কোপা সুদামেরিকানা ও রিকোপা সুদামেরিকানা জয় করেন। ২০২১ সালে ফের রিভার প্লেটে ফিরে আর্জেন্টাইন প্রিমিয়র ডিভিশন খেতাব জেতেন। ২০২২ সালে পর্তুগিজ প্রিমিয়র লিগে খেলতে শুরু করেন এনজো। সেই এনজোই মেসির পাশাপাশি জ্বলে উঠলেন। বুঝিয়ে দিলেন তিনিই ট্রাম কার্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Argentina, #FIFA World Cup 2022, #Fifa Qatar world cup, #Enzo

আরো দেখুন