কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় উঠে এসেছে কাতারের ফ্যান জোন, সেখানে হাজির ব্রাজিলের রাষ্ট্রদূত

November 29, 2022 | 2 min read

কাতারের কাপযুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে সুদূর কলকাতায় (Kolkata)। বন্ধুত্বের মধ্যে ঢুকে পড়েছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। পাড়াগুলো সেজে উঠেছে বিশ্বকাপের রঙে। উত্তর কলকাতার দিশারী ক্লাব মহানগরের বুকে গড়ে তুলেছে এক টুকরো কাতার। কলকাতা না কাতার ধরতে পারবেন না। গত একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা কাতারের ফ্যান জোনকে কলকাতায় এনে হাজির করেছে। ব্রাজিলের রাষ্ট্রদূত আন্দ্রে কোরিয়া ডো লাগো সেই ফ্যান জোন পরিদর্শন করেছেন।

সেখানে ক্লাবে বসে জায়েন্ট স্ক্রিনে দেখা হচ্ছে বিশ্বকাপ (World Cup 2022)। মেসি, নেইমার, রোনাল্ডোদের নিয়ে উঠছে তর্কের ঝড়। হলুদ-সবুজ আর নীল-সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে রাস্তা। গোটা পাড়া মুড়ে ফেলা হয়েছে নানান দেশের ফ্ল্যাগে। বাড়ির দেওয়ালে দেওয়ালে মেসি-রোনাল্ডো-নেইমার থেকে মারাদোনার ছবি। ১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত প্রত্যেক বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ট্রফিসহ পোস্টার। ব্রাজিলের রাষ্ট্রদূত সোমবার তা ঘুরে দেখলেন। মিষ্টিমুখ করেছেন, সে পাড়ার ফুটবলপ্রেমীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কলকাতায় ফুটবলের উন্মাদনা দেখে তিনি অভিভূত হয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Brazil, #Qatar World Cup 2022, #World Cup 2022

আরো দেখুন