ফ্রান্সকে ১-০ গোল হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিশিয়া
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ১-০ শূন্য হারিয়ে দিল তিউনিশিয়া।
নিজেদের গ্রুপের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে আগেই এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল ফ্রান্স। ফলে বুধবার তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচটি ফ্রান্সের কাছে ছিল নিয়মরক্ষার। ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ একদিকে এই ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিলেন, তেমনি দলের সেরাদের খেলিয়ে চোট-আঘাতের কোনও ঝুঁকি নিতে চাননি। এমনিতেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে ভুগতে হচ্ছে ফ্রান্সকে।
এদিন গোটা দলটাকেই পাল্টে ফেলেন ফরাসি কোচ। প্রথমার্ধে এমবাপে থেকে গ্রিজম্যান, গোলরক্ষক হুগো লরিস থেকে জিরু–সবাইকে রিজার্ভ ব্যাঞ্চে বসিয়ে রেখেছিলেন। রেখেছিলেন পরিবর্ত হিসেবে।
ফ্রান্সের ‘নতুন’ দল প্রথমার্ধে তিউনিশিয়ার বিরুদ্ধে গোল তো করতেই পারল না বরং গোল খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হল একাধিকবার। আগের দু’ম্যাচে ডিফেন্স ও মাঝমাঠের যে অভাবনীয় বোঝাপড়া দেখা গিয়েছিল তা এদিন উধাও। প্রথমার্ধে আট মিনিটে গোলও খেয়ে গিয়েছিল ফ্রান্স কিন্তু তা অফসাইডের জন্য বাতিল হয়। ৫৮ মিনিটে ফ্রান্সের গোলে বল ঢুকিয়ে দেন তিউনিশিয়ার অধিনায়ক ওয়াহবি খাজরি।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সের গোলে বল ঢুকিয়ে দেয় তিউনিশিয়া। এর পরে এমবাপে, গ্রিজম্যানদের মাঠে নামালেও গোল শোধ করতে পারনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গ্রিজম্যানের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন ঘটিয়েও তিউনিসিয়াকে শেষপর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায়ই নিতে হচ্ছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ডেনমার্ককে হারিয়ে দেওয়ায় কপাল পুড়েছে তিউনিসিয়ার।