খেলা বিভাগে ফিরে যান

বৃহস্পতিবার মারাদোনাকে টপকে গিয়ে বিশ্বকাপে কোন রেকর্ড করলেন মেসি?

December 1, 2022 | < 1 min read

২০১০ সালের ফুটবল বিশ্বকাপে মারাদোনা ও মেসি, ফাইল চিত্র

লিওনেল মেসি বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপ ২০২২-এ (FIFA World Cup 2022) তার আইডল দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) টপকে আরেকটি বড় রেকর্ড করেছেন। স্টেডিয়াম 974-এ গ্রুপ সি-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রবার্ট লেয়ান্ডোস্কির নেতৃত্বাধীন পোল্যান্ডের বিপক্ষে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছে। সেই ম্যাচে লা আলবিসেলেস্তে (দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু) এর হয়ে মেসি তাঁর ২২তম উপস্থিতি রেকর্ড করেছেন।

Image

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার তাঁর পঞ্চম বিশ্বকাপ অভিযানে অংশ নিয়ে মেসি (Lionel Messi) ফিফা বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

খেলার শেষে মাসেই বলেন, “আমি এটি জানতাম না। এই ধরনের রেকর্ড করতে পেরে আমি আনন্দিত। আমি মনে করি দিয়েগো আমার জন্য খুব খুশি হবে, কারণ সে সবসময় আমাকে অনেক স্নেহ করতেন, যখন সবকিছু আমার জন্য ভালো হয় তখন সে সবসময় খুশি ছিল”।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Lionel Messi, #Diego Maradona

আরো দেখুন