বিবিধ বিভাগে ফিরে যান

বইমেলার বুকলিস্ট – আপনি তৈরি তো?

January 30, 2020 | 2 min read

১৯৭৬ সালে কলকাতায় শুরু হওয়া বইমেলা। ময়দান থেকে মিলন মেলা ঘুরে এখন সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসেছে। বয়সের সঙ্গে সঙ্গে বইমেলার মিলেছে আন্তর্জাতিক তকমা। তার সঙ্গেই তাল মিলিয়ে দিনে দিনে বৃদ্ধি পেয়েছে ঐতিহ্য। ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি এবার রাশিয়া।

গত ২৮ জানুয়ারি উদ্বোধন হল মেলার। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের মত এবছরেও সল্টলেক সেন্ট্রাল পার্কের ময়দানে আয়োজিত হচ্ছে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন চলবে মেলা। থিম কান্ট্রি হিসেবে মেলার প্রত্যেকদিন রাশিয়ার জনপ্রিয় লেখকরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বইমেলা বলতেই একরাশ নস্টালজিয়া যেন আমাদের গ্রাস করে। বাবা-মার সাথে ছোটবেলায় বইমেলায় যাওয়া, ফেলুদা, টিনটিন, কাকাবাবু কিংবা কমিক্স – বই কেনার জন্য বায়না করা। একটু বড়বেলায় কলেজের বন্ধুদের সাথে আড্ডা, গিটার বাজিয়ে গান। মুক্তমঞ্চের পাশে বিক্রি হওয়া ছবির তাড়া কিংবা ফুড কোর্টের বাইরে লম্বা লাইন। বইমেলা অনেক স্মৃতিই ফিরিয়ে আনে।

বইমেলায় যাওয়ার আগে জেনে নিন, মেলায় যাওয়ার পূর্বে আপনার কি কি বিষয় জানা থাকা উচিত।

বই নির্বাচন:
বইমেলা শুরু হবার বেশ কিছুদিন আগে থেকেই নানা পত্র-পত্রিকায় কোন লেখকের কি বই বের হচ্ছে তা ছাপা হয়। বইমেলা এই বিজ্ঞাপনগুলোতে চোখ রাখলে আপনার পছন্দের লেখকের কোন বই মেলায় আসছে সে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।

উপযুক্ত সময়:
বইমেলা চলে দশ দিন। তার মধ্যে উদ্বোধনের এক-দু’দিন পরও অনেক স্টল তৈরি থাকে না। তার ওপর উইকেন্ডে বিকেলে থেকে অসংখ্য মানুষ হাজির হন মেলায়। ভিড়ের ঠেলায় বই দেখার সুযোগ মেলে না। তাই পরিকল্পনা করেই বইমেলা যাওয়া মঙ্গল।

বিরল’ বইয়ের সন্ধান:
বইমেলায় এমন অনেক বই পাওয়া যায়, যা সারা বছর অন্য কোথাও যেমন- বুকস্টল কিংবা ভ্রাম্যমান কোনো লাইব্রেরীতে পাওয়া যায় না। এছাড়া বইমেলায় এমন আরও অনেক বই পাওয়া যায়, যা সাধারণত অনেক আগের পুরাতন কোনো বই কিন্তু নতুন প্রজন্মের সহৃদয়বান কোনো প্রকাশক বইমেলার জন্য অল্প সংখ্যক কয়েক কপি প্রকাশ করেন। তাই ইচ্ছ থাকলে এই সুবর্ণ সুযোগটি আপনিও লুফে নিতে পারেন!

নকল হইতে সাবধান:
অনেকেই হয়তো জানি না যে, বইমেলাতেও নকল বই থাকে। পাঠকের এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকা জরুরী।

বইমেলায় বই কিনতে মূলত আমরা শখের বসেই যাই। আর শখটা আমরা লালন করি পুরো একটা বছর জুড়েই। তাই একটু পরিকল্পনা করে বইমেলায় গেলে একই সাথে বই কিনে আত্মতৃপ্তি আর আনন্দ দুটোই পাওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #Kolkata Book Fair 2020, #bookfair, #books

আরো দেখুন