খেলা বিভাগে ফিরে যান

শাপ মুক্তির দিনে কোন কোন নজির গড়লেন লিও

December 4, 2022 | < 1 min read

শাপ মুক্তি ঘটিয়ে অজিদের হারিয়ে কোয়াটার ফাইনালে গেল মেসিরা। দীর্ঘ ১৬ বছরের আরও এক অভিশাপের দফারফা হল, নক আউটে লিওর পা থেকে গোল এল। আহমদ বিন আলী স্টেডিয়ামে ফুটবল কেরিয়ারের ১০০০তম ম্যাচ খেলে ফেললেন মেসি (Lionel Messi)। মেসির শরীরী ভাষা বলে দিচ্ছে তিনি জিততে এসেছেন। কাপ জিতেই মাঠ ছাড়বেন তিনি। এতটা আত্ম প্রত্যয়ী তাঁকে বহুদিন পর দেখা যাচ্ছে।

গতকালের ম্যাচে গোল করে মেসি ছুঁয়ে ফেললেন অনন্য নজির। ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে টপকে নীল সাদা জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়ে ফেলেছেন মেসি। অন্যদিকে, বাইশের বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে গোল করেই মারাদোনাকে ছুঁয়ে ফেলেছিলেন লিও। অজিদের বিরুদ্ধে গোল করে এবার মারাদোনাকেও ছাপিয়ে গেলেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত নয় গোলের মালিকা হলেন তিনি। সামনে রয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোল। অর্থাৎ চলতি বিশ্বকাপে মেসির সামনে রয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হাওয়ার অনন্য নজির গড়ার হাতছানি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lionel Messi, #FIFA World Cup 2022

আরো দেখুন