খেলা বিভাগে ফিরে যান

কবে মাঠে নামবেন নেইমার, বিশ্বকাপের বেলা যে বয়ে যায়!

December 4, 2022 | < 1 min read

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সোমবার কি মাঠে নামবেন নেইমার? গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। বাকি দু-ম্যাচে তাঁকে আর নামাননি তিতে। এরপর জ্বরেও আক্রান্ত হন নেইমার (Neymar)। বিশ্বকাপের প্রথম এক সপ্তাহে মাঠ থেকে দূরে গিয়ে নিজেকে সুস্থ করার চেষ্টা করলেন ব্রাজিলের মহাতারকা নেইমার।

শনিবার বিকেলে কাতারে প্রাকটিসে নামলেন নেইমার। বেশ ছন্দেই দেখালো তাঁকে, হাসি মজায় খোশমেজাজে সতীর্থদের সঙ্গে আসর মাতালেন। প্রাকটিসের ছবি টুইটও করেন নেইমার। টুইটারে তিনি লিখছেন, ‘I feel good, I knew that I would now’। হয়ত এটাই ইঙ্গিত তিনি ফিরছেন কাপ যুদ্ধের ময়দানে। যদিও নেইমারের খেলায় ফেরা প্রসঙ্গে, ব্রাজিল টিম ম্যানেজমেন্টের তরফে এখনও কোনও খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neymar, #FIFA World Cup 2022, #Neymar Jr, #Brazil

আরো দেখুন