গুজরাতে জয়ী হলেও মর্যাদাপূর্ণ দিল্লি পুরসভা হারাতে পারে মোদীর বিজেপি
বুথফেরত সমীক্ষা বলছে ১৫ বছর পর রাজধানী দিল্লির মতো মর্যাদাপূর্ণ পুরসভা থেকে বিদায় নিতে চলেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি।
এমনকি হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় পূর্বাভাস বলছে হাড্ডাহাড্ডি টক্কর হবে। তবে একমাত্র গুজরাতে গেরুয়া শিবিরের গড় অক্ষুণ্ণ থাকছে।
যাবতীয় এক্সিট পোল বলছে দিল্লি পুরসভা এলাকায় মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি। অর্থাৎ,ঠিক যা দিল্লি বিধানসভা নির্বাচনে হয়েছিল। এখানে আম আদমি পার্টি (আপ) বিপুলভাবে ক্ষমতায় আসতে চলেছে।
হিমাচল প্রদেশে কমবেশি বেশিরভাগ এক্সিট পোলের পূর্বাভাস,কংগ্রেস এবং বিজেপির জোরদার টক্কর হবে। সরকার গড়তে পারে যে কেউ। হিমাচলে পাঁচ বছর আগে বিজেপি এককভাবে ৪৪ আসনে জিতে সরকার গঠন করেছিল। এবার সন্দেহ সেখানে তারা আদৌ গরিষ্ঠতার অঙ্কে পৌঁছবে কি না। তবে এই ফলাফলের অন্যতম কারণ যে দলের অন্দরে তীব্র গোষ্ঠীকোন্দল তা আগেই মনে করা হচ্ছিল। ইন্ডিয়া টিভি-অ্যাক্সিস এক্সিট পোলের ইঙ্গিত, হিমাচলে পরাজিত হচ্ছে বিজেপি। সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে কংগ্রেসই। আবার অনেক বুথফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই সমানে সমানে ।
গুজরাতের ক্ষেত্রে কোনও মতান্তর নেই বুথফেরত সমীক্ষাগুলিতে। সকলেই স্পষ্ট জানিয়েছেন সে রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি।