দেশ বিভাগে ফিরে যান

মোদীর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই সংসদের শীতকালীন অধিবেশন পুরোনো ভবনে

December 6, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ GETTY IMAGES

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই মিলল যুক্তিপূর্ন সমাধান? তাই, নির্মীয়মাণ ত্রিকোণাকৃতি নতুন ভবনে নয়, পুরোনো ভবনেই বসবে এবারের সংসদের শীতকালীন অধিবেশন।

আগামী কাল ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ তারিখ পর্যন্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি ইচ্ছা ছিল প্রায় বারোশো কোটি খরচ করে গড়ে উঠতে থাকা নতুন সংসদে ভবনে শীতকালীন অধিবেশন বসবে। তার জন্য সংসদ বিষয়ক মন্ত্রকের কাছে সরকারের শীর্ষস্তর থেকে নির্দেশও গিয়েছিল। সেই নির্দেশেই নাকি বলা হয়েছিল, প্রধানমন্ত্রী চান নতুন ভবনে সংসদের শীতকালীন অধিবেশন বসুক। ফলে নগরোন্নয়ন মন্ত্রকের অধীন সিপিডব্লুডি’র নেতৃত্বে টাটা প্রোজেক্টস নতুন সংসদ ভবন তৈরি করছে। জানা যাচ্ছে দ্রুত কাজ শেষ করতে বাড়ানো হয় নির্মাণ শ্রমিক। তিন শিফ্টে কাজও চলছে ২৪ ঘণ্টা। কিন্তু এত চেষ্টা করেও নভেম্বর মাসের মধ্যে শেষ করা গেল না নতুন সংসদ ভবন। তাড়াহুড়ো করে কাজ শেষ করা সম্ভব নয়, জানিয়ে দিয়েছে নির্মাণ সংস্থা। মা

এখন যা অবস্থা, মোদী জেদ ধরলেও শীতকালীন অধিবেশন বসছে না নতুন ভবনে। তবে শুধু শীতকালীন অধিবেশনই নয়। ২০২৩ সালের বাজেট অধিবেশনও নতুন সংসদ ভবনে বসবে কি না, সন্দেহ দেখা দিয়েছে তা নিয়েও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Parliament, #Winter Session, #parliament winter session, #old building

আরো দেখুন