দেশ বিভাগে ফিরে যান

বুধবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

December 7, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ PTI

আজ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। গত বছরও করোনাকালের মধ্যে বেশ কিছু নিয়মকানুনের কড়াকড়ি ছিল শীতকালীন অধিবেশনে। এবার সেসব কিছু নেই। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন হবে পূর্ণসংখ্যক সদস্যদের নিয়েই ।

সূত্রের খবর, মোদী সরকার এই অধিবেশনে মোট ১৬টি বিল পাশ করানোর চেষ্টা করবে। এর মধ্যে আছেএকাধিক রাজ্যে সক্রিয় সমবায় সমিতিগুলির নির্বাচন সংস্কার সংক্রান্ত বিল এবং জাতীয় ডেন্টাল কমিশন গঠন সংক্রান্ত বিল। তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল সম্ভবত এই অধিবেশনে আনবে না মোদী সরকার।

প্রথা মেনে অধিবেশন শুরুর আগে মঙ্গলবার বিভিন্ন দলের সাংসদদের নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ।

আজ বুধবার থেকে থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Rajyasabha, #Loksabha, #Winter Session, #parliament winter session, #Parliament

আরো দেখুন