জানেন এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচাইতে বেশি গোল মিস করেছে কোন দল?

পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফাস্কোরের হিসাবে ৪ ম্যাচে ব্রাজিল সর্বমোট ১২টি গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে, এটা সর্বোচ্চ। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি—প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলটি ১১টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।

December 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দক্ষিণ কোরিয়াকে বলতে গেলে ধসিয়ে দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে এসে নেইমার-ভিনিসিয়ুসদের কাছে এমন উদ্ভাসিত পারফর্ম্যান্সই তো সমর্থকরা দেখতে চেয়েছিল। একেকটি গোল হয়েছে আর সাম্বা নৃত্য শুরু। তাদের উৎসবে সামিল হয়েছিলেন কোচ তিতেও। গ্যালারি বা টেলিভিশন থেকে এমন দৃশ্য দেখতে ভালো লাগারই কথা।

কিন্তু জানেন কী এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলের সুযোগ নষ্ট করেছে এই ব্রাজিল দলটিই!

ব্রাজিল (Brazil) এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছিলেন রিচার্লিসন। এর একটি তো ছিল দুর্দান্ত বাইসাইকেল কিক। দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করে দল যখন কিছুটা ব্যাকফুটে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন কাসিমিরো।

তাঁর গোলে ব্রাজিল সে ম্যাচ জিতেছিল ১-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে তো ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেই বসল সেলেসাওরা। যদিও সে ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় সারির দল খেলেছিল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে গোলের সুযোগ এসেছিল যথেষ্টই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৬ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর বিরাট এক জয়েরই স্বপ্ন দেখেছিলেন ব্রাজিল–সমর্থকেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেননি নেইমার-রিচার্লিসনরা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল মিস করা দল ব্রাজিল। পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফাস্কোরের হিসাবে ৪ ম্যাচে ব্রাজিল সর্বমোট ১২টি গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে, এটা সর্বোচ্চ। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি—প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলটি ১১টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।

আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে—তারা নষ্ট করেছে ১০টি পরিষ্কার সুযোগ। এর পরপরই আছে ফ্রান্স, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এরা প্রত্যেকেই ৭টি করে পরিষ্কার সুযোগ নষ্ট করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen