দ্বিতীয় এক দিনের ম্যাচেও ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ ৭৭ রান করে সাজঘরে ফিরলেও শতরান করেন মেহেদি। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান।

December 7, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

বাংলাদেশের মাটিতে দ্বিতীয় এক দিনের ম্যাচটিও হারল ভারত। আজকের ম্যাচটি পাঁচ রানে হারায় সিরিজও হাতছাড়া হল রোহিত শর্মাদের।

মীরপুরে ভারতের সঙ্গে দ্বিতীয় এক দিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। কিন্তু ভারতীয় বোলাররা শুরু থেকেই অস্বস্তিতে ফেলে দেন বাংলাদেশের ব্যাটারকে। মহম্মদ সিরাজ শুরুতেই ফিরিয়ে দেন অনামুল হককে। অন্য ওপেনার লিটন দাসকেও ফেরান তিনি। ৩৯ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে। দু’টি উইকেটই নেন সিরাজ। এর পরেই উমরান মালিকের ধাক্কা। ১৫১ কিলোমিটার গতিতে করা বলে ছিটকে যায় নাজমুল হোসেন শান্তর স্টাম্প। রান পাননি শাকিব আল হাসানও। তাঁর উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে মেহেদি এবং মাহমুদুল্লাহ জুটিতে যোগ করেন ১৪৮ রান। প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ ৭৭ রান করে সাজঘরে ফিরলেও শতরান করেন মেহেদি। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। এর আগে টেস্ট ক্রিকেটে শতরান করেছিলেন তিনি। মেহেদি ৮৩ বলে শতরান করেন। নাসুম আহমেদ ১১ বলে ১৮ রান করেন।

ব্যাট করতে এসে প্রথম থেকেই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটাররা। পর পর দুই ওভারে দুই ওপেনারকে সাজঘরে পাঠানোর পর ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুলের প্রতিরোধ ভেঙে দেয় বাংলাদেশের বোলাররা। ভীষণ চাপে পড়ে গেলেও ধীরে ধীরে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ব্যাটেই জয়ের জন্য লড়তে থাকে ভারতীয় দল। ১০৭ রান যোগ করে এই জুটি। এরপর শার্দুল ঠাকুর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সাকিবকে সামনে থেকে খেলতে এসে টার্ন আর বাউন্স—দুটিতেই পরাস্ত হলেন শার্দুল ঠাকুর। এর পরে ব্যাট করতে আসেন ব্রোহিত শর্মা। শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকলেও ম্যাচ জিততে পারনা ভারত।

ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে উঠে গিয়েছিলেন রোহিত। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যান্ডেজ করে ব্যাট করতে নামেন রোহিত। এই প্রথম এত নিচে নামলেন ভারত অধিনায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি