দেশ বিভাগে ফিরে যান

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত

July 13, 2020 | < 1 min read

প্রকাশিত হল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সোমবার বেলা ১২টায় প্রকাশিত হল পরীক্ষার ফলাফল। এবছর করোনা ভাইরাসের আতঙ্কে কয়েকটি পরীক্ষা করানো সম্ভব হয়নি। সেই জন্য রিভাইসড অ্যাসেসমেন্ট স্কিম পদ্ধতিতে মূল্যায়ন করে ফলাফল তৈরি করা হয়েছে।যে বিষয়গুলির পরীক্ষা হয়েছে, তাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাতিল পরীক্ষাগুলিতে গড়ে নম্বর দেওয়া হয়েছে।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,৯২,৯৬১। পাশের হার ৮৮.৭৮ শতাংশ। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ বেড়েছে। ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। তবে এবার মেধা তালিকা প্রকাশ করা যায়নি।  সিবিএসই-এর অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের শুভাচ্ছা বার্তা দেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

ছবি সৌজন্যে- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

TwitterFacebookWhatsAppEmailShare

#Class Twelve, #Exam Result, #CBSE

আরো দেখুন