নয়া নিয়ম আনছে UGC, অনার্সসহ স্নাতকের জন্যে পড়তে হবে চার বছর

সোমবার ইউজিসির তরফে নতুন নিয়ম প্রকাশ করা হবে বলে খবর।

December 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর তিন বছর নয়, এবার থেকে অনার্সসহ স্নাতকের পঠন-পাঠন সময়কাল হতে চলেছে চার বছর। চার বছর পড়ার পর কৃতকার্য হলে মিলবে ডিগ্রি, এমনই বলছে ইউজিসির নয়া নির্দেশিকা। কেন্দ্রে জাতীয় শিক্ষানীতিতে এই বিষয়টি আগেই বলা হয়েছিল। নীতি বাস্তবায়নের পথে এগোচ্ছে ইউজিসি। যদিও কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির সমালোচনায় সরব হয়েছিল দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষকরা।

নয়া জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী, এবার থেকে পড়ুয়াদের প্রত্যেক বছরের শেষে আলাদা করে শংসাপত্র দেওয়া হবে। নয়া শিক্ষানীতি অনুযায়ী, কোনও পড়ুয়া এক বছর পড়াশোনা শেষ করলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। দু-বছর পর সংশ্লিষ্ট পড়ুয়া ডিপ্লোমা পাবেন। তিন বছরের শেষে স্নাতকের ডিগ্রি পাবেন পড়ুয়ারা। অনার্সের ডিগ্রি পেতে আরও এক বছর পড়তে হবে পড়ুয়াদের। সব মিলিয়ে চার বছর পর অনার্সের ডিগ্রি পাবেন পড়ুয়ারা। এতদিন যা তিন বছরে মিটে যেত। জানা গিয়েছে, আগামী বছর থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। দেশজুড়ে অনার্সসহ স্নাতকের এই একটাই নিয়ম থাকবে। আগামীকাল অর্থাৎ সোমবার ইউজিসির তরফে নতুন নিয়ম প্রকাশ করা হবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি