চলচ্চিত্র উৎসব অমিতাভময়, ‘বিগ-B’-র কোন কোন ছবি দেখানো হবে KIFF-এ?
ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনীত আরও বেশি কিছু ছবি এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
December 15, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF2022) (২৮তম) অমিতাভময়। আজ বিকেল চারটের সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অমিতাভ-জয়া অভিনীত অভিমান ছবিটি আজ দেখানো হবে। এটিই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি।
ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনীত আরও বেশি কিছু ছবি এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। সেগুলি হল অমিতাভ ও রাখি গুলজার অভিনীত ‘বেমিসাল’, অমিতাভ ও রাজেশ খান্না যুগলবন্দীর ‘আনন্দ’, অমিতাভ-রেখার রোমান্টিক ছবি ‘সিলসিলা’, ‘শাক্তি’, ‘অভিমান’, ‘কালা পাত্থার’, ‘ব্ল্যাক’ এবং ‘দিওয়ার’।