খেলা বিভাগে ফিরে যান

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর! ফাইনালে নীল-সাদা জার্সিতেই মাঠে নামছেন মেসিরা

December 16, 2022 | < 1 min read

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর! রবিবার ফাইনালে কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে হোম জার্সি অর্থাৎ নীল সাদা জার্সি পরেই খেলতে নামবেন মেসিরা।

অ্যাওয়ে জার্সিকে ‘অপয়া’ বলে মনে করে আর্জেন্টিনার সমর্থকরা। কারণ, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে অ্যাওয়ে জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। অ্যাওয়ে জার্সি পরে হতাশায় মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিদের। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে ডিয়াগো মারাদোনার আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে জার্মানির কাছে হেরেছিল।

১৯৮৬ বিশ্বকাপে হোম জার্সি অর্থাৎ নীল সদা জার্সি পরেই জার্মানিকে পরাস্ত করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা। এবার বিশ্বকাপে সেই নীল সাদা জার্সি পরেই ফাইনালে নামছেন মেসিরা। ফলে ১৯৮৬-র মারাদোনার মতো এবার মেসিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেন বলেই দৃঢবিশ্বাস আর্জেন্টিনা সমর্থকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Argentina

আরো দেখুন