আজ থেকেই বাংলায় কাঁপুনি ধরাচ্ছে শীতের দাপট
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ থেকেই জাঁকিয়ে শীত পড়বে দুই বঙ্গের জেলাগুলিসহ কলকাতাতে।
December 17, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এক ধাক্কায় অনেকটাই নেমে এল কলকাতার তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। সকাল থেকে রোদের দাপটের বদলে রয়েছে ছুটছে হিমেল হাওয়া।
হাল্কা কুয়াশাও দেখা যাচ্ছে শহরের কয়েক জায়গায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ থেকেই জাঁকিয়ে শীত পড়বে দুই বঙ্গের জেলাগুলিসহ কলকাতাতে। আজ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি নীচে নেমে যেতে পারে।