আজ কি শঙ্কর হতে পারবেন মেসি? হাতে উঠবে বিশ্বকাপ?

দোহার ‘রিখটার্স ভেল্টে’ যোগ্যতমের উদবর্তন হোক। আজকের রাত একবিংশ শতকের সেরা ফুটবলের সাক্ষী থাকুক।

December 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: FB/Leo Messi

রোডেশিয়ার মরণ গুহা। সামনে মৃত্যুর হাতছানি, শঙ্কর চিঠি লিখছেন আত্তেলিও গাত্তি পারেনি, দিয়াগো অ্যালভারেজ পারেনি, আর তুমি হে বঙ্গ সন্তান! তুমি কি পারবে? বঙ্গ সন্তান শঙ্কর পেরেছিল ঠিকই। মাউন্ট কিলিমাঞ্জারো তাকে নিরাশ করেনি।

আজ আবার এক মরুদেশে শঙ্কর গিয়েছে, অবশ্য তিনি পল্লীবাংলার শঙ্কর নন! তিনি বুয়েন্স আয়ার্সের শঙ্কর। গত দেড়-দু দশক ধরে একটা স্বপ্ন বইছেন তিনি, কাপ জয়ের স্বপ্ন। গোটা পৃথিবীকে হাজারও বিনিদ্র রাত উপহার দিয়েছেন তিনি; স্বপ্নপূরণের রাত, স্বপ্ন ভঙ্গের রাত। চল্লিশের গোড়ায় দাঁড়ানো এক বৃদ্ধ ‘আজকের শঙ্কর’ লিও। পা গিয়ে সবুজ ক্যানভাসে শিল্প এঁকে দেওয়া তাঁর কাজ। কাতার কী করবে লিও-র সঙ্গে! এবার পাশে অ্যালভারেজও আছেন। তবে এবারে অ্যালভারেজ তরুণ।

উল্টো দিকে দাঁড়িয়ে আরও এক তরুণ, বছর তেইশের এমবাপে। ইতিমধ্যেই বিশ্বকাপ একবার তাঁর বশ্যতা স্বীকার করে ফেলেছে। তাঁদের সামনে ইতিহাস ছোঁয়ার সুযোগ, ইতালি ও ব্রাজিলের পাশে নাম লেখানোর সুযোগ। আর্জেন্টিনা সামনে রয়েছে ১৮-র হারের বদলা নেওয়ার সুযোগ। কী হবে ল্যাটিন আমেরিকা ও ইউরোপের দ্বৈরথের ফলাফল?

আজই শেষ হচ্ছে লিও জমানা। হাতে বিশ্বকাপ নিয়ে শেষ করবেন লিও না’কি অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলবে ফ্রান্স, মরুদেশে ঝড় উঠবেই। দোহার ‘রিখটার্স ভেল্টে’ যোগ্যতমের উদবর্তন হোক। আজকের রাত একবিংশ শতকের সেরা ফুটবলের সাক্ষী থাকুক।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ ফাইনাল:
আর্জেন্টিনা বনাম ফ্রান্স।
ভারতীয় সময় রাত সাড়ে আটটা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি