বিনোদন বিভাগে ফিরে যান

বাঙালিদের জন্যে এক গুচ্ছ উপহার নিয়ে হাজির হচ্ছে ZEE5

December 20, 2022 | 2 min read

বাংলা বিনোদনের দুনিয়ায় পা রাখতে চলেছে ZEE5, তারা আশাবাদী বাংলা বিনোদনের জগতে নতুন অধ্যায় সৃষ্টি করতে চলেছে তারা। ZEE5 তরফে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে বিশ্বব্যাপী বাঙালিদের উপহারের ডালি নিয়ে আসছেন তারা। বহু প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির সঙ্গে সঙ্গেই প্রতি মাসে একটি করে ওয়েব সিরিজ মুক্তি পাবে। হত্যা রহস্য, ক্রাইম থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, কমেডি, রোম্যান্সের এবং অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি হবে ছবিগুলি।

রাইমা সেন এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত হত্যা-রহস্য রক্তকরবী, একাধিক জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং অঙ্কুশ হাজরার, ‘শিকারপুরের শার্লক’ মুক্তি পাবে। নারায়ণ সান্যালের গোয়েন্দা উপন্যাসের উপর ভিত্তি করে অনন্যা চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি অভিনীত ‘সোনার কান্তা’ নামে একটি সিরিজ দেখানো হবে। অরিন্দম শীল পরিচালিত, পরমব্রত চ্যাটার্জি এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়েও দেখানো হবে সিরিজ।

ইন্দ্রানী হালদার, প্রিয়াঙ্কা সরকার, ঊষসী রায় এবং গৌরব চক্রবর্তী অভিনীত এবং বিশিষ্ট পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর প্রথম ওটিটি ফিকশন সিরিজ ‘ছোটলোক’ আসছে। সঙ্গে থাকছে রাজ চক্রবর্তীর আবার প্রলয়। এছাড়াও রয়েছে পরিচালক অঞ্জন দত্তের সেভেন, যা আদপে একটি থ্রিলার। অঞ্জন দত্ত নিজেই এখানে অভিনয় করেছেন। এছাড়া টেনি মাধব শিল এর ফুল পাঞ্জিকা, মাৎস্যায়ন্য এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের রোড শো থাকছে।

পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, দর্শকদের মনের মতো প্রচুর জিনিস ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে। তিনি জানান, ZEE5-এর মতো একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। অভিনেতা পরমব্রত চ্যাটার্জি মনে করেন, দর্শকদের জন্যে ZEE5 অভিনব আয়োজন নিয়ে আসছে। ZEE5 প্ল্যাটফর্মে ভয় এবং উত্তরণের মতো বেশ কয়েকটি এক্সক্লুসিভ সিনেমাও রয়েছে। জয় কালী কলকাতাওয়ালি, মিনি, বউদি ক্যান্টিন, আবার কাঞ্চনজঙ্ঘা, জতুগৃহ এবং মহানন্দা-র মতো প্রচুর সিনেমাও থাকছে।

ZEE5-এর পথ চলার শুরুর দিন কলকাতার তাজ বেঙ্গলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অঞ্জন দত্ত, ইন্দ্রনীল রায়চৌধুরী, রাজ চক্রবর্তীসহ বাংলা বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্তমানে ভারতের বহুল ব্যবহৃত ওটিটি প্ল্যাটফর্ম হল ZEE5, রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী ১১.৪ মিলিয়ন মানুষ দৈনিক ZEE5 ব্যবহার করেন। বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ZEE5 ব্যবহারকারীদের সংখ্যা ১১২.৪ মিলিয়ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#zee5

আরো দেখুন