আবারও নির্দিষ্ট সময়ের আগে সংসদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছে বিজেপি সরকার, ক্ষুব্ধ বিরোধীরা
২৩ ডিসেম্বর, শুক্রবারই সংসদের চলতি শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। নির্দিষ্ট সময়ের ৬ দিন আগেই শেষ হয়ে যাচ্ছে এবারের শীতকালীন অধিবেশন(Winter Session)। ৭ ডিসেম্বর শুরু হয়েছিল অধিবেশন। ২৯ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা ছিল।
যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস-সহ (TMC) বিরোধী দলের সাংসদরা। কিছু বিলের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখনও বাকি। প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং তাওয়াং ইস্যুতে বারবার উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা অনুপ্রবেশ নিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে ওঠে সংসদ। যা নিয়ে অস্বস্তিতে পড়ে শাসক শিবির। ফলে বহুবার মাঝপথেই মুলতবি হয়ে যায় সংসদের শীতকালীন অধিবেশন।
নির্দিষ্ট সময়ের আগে শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাওয়ায়, মোদী সরকারকে (Modi Govt) কটাক্ষ করছেন বিরোধী দলের সাংসদরা। তারা বলছেন, বিজেপি সরকার বরাবরই এরকমটা করে আসছে। তারা নিজেরাই অধিবেশনের তারিখ ঘোষণা করে, আবার নিজেরাই নির্দিষ্ট সময়ের আগে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে কার্যত পালিয়ে বাঁচে!
উল্লেখ্য, দ্বিতীয়বার মোদী সরকার শপথ নেওয়ার পর এখনও আটবার একই ঘটনা ঘটল। নির্ধারিত সময়ের আগেই সংসদের অধিবেশন শেষ হয়ে যাচ্ছে।