← দেশ বিভাগে ফিরে যান
চীনাদের থেকে ভারতীয়দের প্রতিরোধ ক্ষমতা বেশি: আইএমএ-র ডাঃ গোয়েল
ভারতে মোট জনসংখ্যার ৯৫% মানুষকেই কোভিডের টিকা দেওয়া হয়েছে, তাই এরপর আর লকডাউনের কোনও প্রয়োজন হবে না,” ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) ডাঃ অনিল গোয়েল বলেছেন। ডাঃ গোয়েল (Dr Goel) মনে করেন চীনাদের তুলনায় ভারতীয়দের প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী। ডাঃ গোয়েলের মতে ভারতকে অবশ্যই COVID প্রতিরোধের মৌলিক বিষয়গুলি মেনে চলতে হবে যেমন – পরীক্ষা, সময়মত চিকিৎসা, ট্রেসিং ইত্যাদি।
দেশে এই অতিমারীর পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,৪১,৪২,৪৩২হয়েছে, যেখানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। আইএমএ আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও ব্রাজিলে নতুন করে প্রায় ৫.৩৭ লক্ষ কোভিড সংক্রমিত হয়েছে। যেখানে ভারতে গত ২৪ ঘন্টায় ১৪৫টি নতুন সংক্রমণ খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি কোভিডের নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭ সনাক্ত করা গিয়েছে।