৩১৪ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস, সেঞ্চুরি হাতছাড়া ঋষভ, শ্রেয়াসের
মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় বোলাররা দাপট দেখালেও কে এল রাহুলরা ততটা দেখাতে পারলেন না। বাংলাদেশের ২২৭ রানের জবাবে দ্বিতীয় দিন সকালে শুরুতেই তিন উইকেট হারায় ভারত। কে এল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা দ্রুত ফিরে গিয়েছেন সাজ ঘরে।
মধ্যাহ্নভোজের আগে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৮৬ রান। কিন্তু দ্বিতীয় সেশনের চা বিরতির পর ৩১৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। বাংলাদেশের থেকে মাত্র ৮৭ রানে এগিয়ে ইনিংস শেষ হল তাদের। ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়ে যান। ঋষভ করেন ৯৩ রান এবং শ্রেয়াস করেন ৮৭ রান। কোহলি, পূজারা কেউই বড় রান করতে পারেন নি। দু’জনেই ২৪ করে রান করেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন সাকিব এবং তাইজুল।
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাচ করতে নামে বাংলাদেশ। দিনের শেষে কোনও উকেট না হারিয়ে করেছে ৭ রান।