IPL 2023 Auction : কারা বিক্রি হলেন বা কারা হলেন না? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
শুক্রবার IPL নিলামে উঠলেন ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ছিল ২৭৩ জন ভারতীয়। আর বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৩২। তাতে ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হলেন স্যাম কারান। বিপুল টাকায় বিক্রি হলেন ক্যামেরন গ্রিন, বেন স্টোকস, নিকোলাস পুরান, হ্যারি ব্রুকরাও। আবার অনেকে অবিক্রিতও থেকে গেলেন। এবারে দল গুছিয়ে নিতে উপস্থিত ছিল ১০ ফ্র্যাঞ্চাইজি।
নিলামে কোন খেলোয়াড় কোন দল পেল? কোন খেলোয়াড়ই বা থেকে গেলেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা –
১) কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, গুজরাট টাইটানস।
২) হ্যারি ব্রুক (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১৩.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৩) মায়াঙ্ক আগরওয়াল (ভারত, বেস প্রাইজ ১ কোটি টাকা): ৮.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৪) অজিঙ্কা রাহানে (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।
৫) জো রুট (ইংল্যান্ড, বেস প্রাইজ ১ কোটি টাকা): এক কোটি টাকা, রাজস্থান রয়্যালস।
৬) শাকিব আল হাসান (বাংলাদেশ, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।
৭) স্যাম কারান (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৮.৫ কোটি টাকা, পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হলেন।
১০) সিকন্দর রাজা (জিম্বাবোয়ে, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, পঞ্জাব কিংস।
১১) ওডিয়ান স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, গুজরাট টাইটানস।
১২) জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ২ কোটি টাকা): ৫.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।
১৩) ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৭.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
১৪) বেন স্টোকস (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৬.২৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।
১৫) নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৬ কোটি টাকা, লখনউ সুপার জায়েন্টস।
১৬) হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ১ কোটি টাকা): ৫.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
১৭) কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১৮) টম ব্যান্টন (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
১৯) ফিল সল্ট (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।
২০) ক্রিস জর্ডন (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
২১) রিকি টপলি (ইংল্যান্ড, বেস প্রাইজ ৭৫ লাখ টাকা): ১.৯ কোটি টাকা, রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর।
২২) জয়দেব উনাদকাট (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
২৩) অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
২৪) ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
২৫) ইশান্ত শর্মা (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, দিল্লি ক্যাপিটালস।
২৬) আদিল রশিদ (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
২৭) আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ১ কোটি টাকা): ১ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
২৮) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।
২৯) তাবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ১ কোটি টাকা): অবিক্রিত।
৩০) মুজিব-উর-রহমান (আফগানিস্তান, বেস প্রাইজ ১ কোটি টাকা): অবিক্রিত।
৩১) মায়াঙ্ক মারকাণ্ডে (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৩২) আনমলপ্রীত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৩৩) চেতন এলআর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৩৪) শুভম খাজুরিয়া (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৩৫) রোহন কুন্নুমাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৩৬) শেখ রশিদ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।
৩৭) হিম্মত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৩৮) বিব্রান্ত শর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২.৬ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৩৯) প্রিয়ম গর্গ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪০) সম্রাট ব্যাস (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৪১) সৌরভ কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪২) করবিন বসচ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪৩) সনভীর সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৪৪) অভিমন্যু ঈশ্বরণ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪৫) নিশান্ত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।
৪৬) শশাঙ্ক সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪৭) সুমিত কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪৮) দীনেশ বানা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৪৯) এন জগদীশন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৯০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
৫০) কেএস ভরত (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ১.২ কোটি টাকা, গুজরাট টাইটানস।
৫১) উপেন্দ্র সিং যাদব (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২৫ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৫২) মহম্মদ আজহারউদ্দিন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৫৩) বৈভব অরোরা (ভারত, বেস প্রাইজ ৬০ লাখ টাকা): ৬০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
৫৪) যশ ঠাকুর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ ঠাকুর, লখনউ সুপার জায়ান্টস।
৫৫) কেএম আসিফ (ভারত, বেস প্রাইজ ৩০ লাখ টাকা): ৩০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
৫৬) ল্যান্স মরিস (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ৩০ লাখ টাকা): অবিক্রিত।
৫৭) শিবম মাভি (ভারত, বেস প্রাইজ ৪০ লাখ টাকা): ৬ কোটি টাকা, গুজরাট টাইটানস।
৫৮) মুকেশ কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৫.৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।
৫৯) চিন্তল গান্ধী (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৬০) ইজার-উল্লাহ নাভেদ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৬১) মুরুগান অশ্বিন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
৬২) শ্রেয়স গোপাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৬৩) হিমাংশু শর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৬৪) পল স্টার্লিং (আয়ারল্যান্ড, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৬৫) মণীশ পান্ডে (ভারত, বেস প্রাইজ ১ কোটি টাকা): ২.৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটাল।
৬৬) রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
৬৭) শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): অবিক্রিত।
৬৮) উইল জ্যাকস (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ৩.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৬৯) ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
৭০) মনদীপ সিং (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
৭১) ডেভিড মালান (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): অবিক্রিত।
৭২) রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
৭৩) ডারিল মিচেল (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ১ কোটি): অবিক্রিত।
৭৪) ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ৭৫ লাখ টাকা): ৭৫ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
৭৫) ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ৭৫ লাখ টাকা): অবিক্রিত।
৭৬) জিমি নিশম (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
৭৭) দাসুন শানাকা (শ্রীলঙ্কা, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৭৮) রিলে মেরেডিথ (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ১.৬ কোটি টাকা): অবিক্রিত।
৭৯) সন্দীপ শর্মা (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৮০) তাসকিন আহমেদ (বাংলাদেশ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৮১) দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৮২) ব্লেসিং মুজারাবানি (জিম্বাবোয়ে, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
৮৩) কাইল জেমিসন (নিউজিল্যান্ড, ১ কোটি টাকা): এক কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।
৮৪) পীযূষ গোয়েল (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
৮৫) অমিত মিশ্র (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
৮৬) হরপ্রীত ভাটিয়া (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৪০ লাখ টাকা।
৮৭) উইল স্মিড (ইংল্যান্ড, বেস প্রাইজ ৪০ লাখ টাকা): অবিক্রিত।
৮৮) মনোজ ভাঙগাডে (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৮৯) মায়াঙ্ক ডাগর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ১.৮ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
৯০) ডুয়ান জানসেন (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
৯১) প্রেরক মানকাড (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
৯২) সুরবংশ শেজডে (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৯৩) জগদীশা সুচিথ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৯৪) ডোনোভান ফেরেইরা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
৯৫) বাবা ইন্দ্রজিৎ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৯৬) উর্বিল প্যাটেল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, গুজরাট টাইটানস।
৯৭) কিরান্ত শিন্ডে (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
৯৮) বিষ্ণু বিনোদ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
৯৯) বিদ্ব্যত কাবেরাপ্পা, (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, পঞ্জাব কিংস।
১০০) রাজন কুমার ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৭০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১০১) কুলবন্ত খেজরোলিয়া (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
১০২) আবদুল পি এ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
১০৩) প্রশান্ত চোপড়া (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১০৪) রাঘব গোয়েল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
১০৫) যুধবীর চরক ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
১০৬) লুক উড (ইংল্যান্ড, বেস প্রাইজ ১ কোটি টাকা): অবিক্রিত।
১০৭) আকাশ বশিষ্ঠ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
১০৮) জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১০৯) লিটন দাস (বাংলাদেশ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
১১০) রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ২ কোটি টাকা): ৪.৬ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।
১১১) শিবম সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, পঞ্জাব কিংস।
১১২) ভাগবত বর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।
১১৩) নেহাল ওয়েধেরা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
১১৪) মোহিত রাঠি (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, পঞ্জাব কিংস।
১১৫) শুভঙ্গ হেগড়ে (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১১৬) দীপেশ নেলওয়াল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১১৭) ত্রিলোক নাগ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১১৮) শুভম কাপসে (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১১৯) জিতেন্দর পাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২০) উৎকর্ষ সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২১) অজয় মণ্ডল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।
১২২) আকাশ সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২৩) পল ভ্যান মিরকেন (নেদারল্যান্ডস, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২৪) তেজস বারোকা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২৫) যুবরাজ চুড়াসামা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১২৬) সুয়েশ শর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।
১২৭) জেমি ওভারটন (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।
১২৮) রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১২৯) নবীন-উল-হক (আফগানিস্তান, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
১৩০) জোশুয়া লিটল (আয়ারল্যান্ড, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৪ কোটি টাকা, গুজরাট টাইটানস।
১৩১) দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১৩২) মোহিত শর্মা (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, গুজরাট টাইটানস।
১৩৩) হিমাংশু বিস্ত (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৩৪) শামস মুলানি (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।
১৩৫) সুমিত বর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৩৬) স্বপ্ননীল সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।
১৩৭) ডেভিড ওয়াইজ (নামিবিয়া, বেস প্রাইজ ১ কোটি টাকা): ১ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।
১৩৮) সঞ্জয় যাদব (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৩৯) অজিতেশ গুরুস্বামী (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৪০) প্রিয়ঙ্ক পাঞ্চাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৪১) সঞ্জয় রামাস্বামী (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৪২) বি সূর্য (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।
১৪৩) নীতীশ কুমার রেড্ডি (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।
১৪৪) অবিনাশ সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৪৫) রেহান আহমেদ (ইংল্যান্ড, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১৪৬) টম কারান (ইংল্যান্ড, বেস প্রাইজ ৭৫ লাখ টাকা): অবিক্রিত।
১৪৭) বরুণ অ্যারন (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।
১৪৮) কুণাল রাঠৌর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।
১৪৯) সোনু যাদব (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৫০) একান্ত সেন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।