স্টুডিওর সেটেই আত্মহত্যা টিভি অভিনেতা তুনিশা শর্মার? উঠছে প্রশ্ন

তুনিশা শর্মা আলিবাবা-দাস্তান-ই-কাবুল ইত্যাদি টিভি শোতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়।

December 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের সেটে টেলিভিশন অভিনেতা তুনিশা শর্মা আত্মহত্যা করে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী এই অভিনেতা সেটে ওয়াশরুমে গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ যখন ফিরে আসেননি তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সেটে থাকা লোকেরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভালিভ থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল ছিল। সেটে থাকা ব্যক্তিরা বলছেন যে তুনিশা শর্মা আত্মহত্যা করে মারা গেছেন, তবে পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখতে তদন্ত করছে।

তুনিশা শর্মা আলিবাবা-দাস্তান-ই-কাবুল ইত্যাদি টিভি শোতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়। শোতে তিনি শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen