‘রহস্যময়’ কালাচের হাত থেকে বাঁচতে চান?

তবে বর্ষাকালে যে সব সাপের উপদ্রবে নাজেহাল বাংলা সেই সাপেদের মধ্যে কালাচ বা কালচিতি সাপ অন্যতম

July 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বর্ষাকাল মানেই সাপের উপদ্রব৷ বিষধর থেকে বিষহীন৷ সাপে বিষ থাক চায় না থাক, সাপের ভয়ে কুপোকাত প্রায় সকলেই৷ তবে বর্ষাকালে যে সব সাপের উপদ্রবে নাজেহাল বাংলা সেই সাপেদের মধ্যে কালাচ বা কালচিতি সাপ অন্যতম৷

সাপ বিশেষজ্ঞদের মতে এটি একটি রহস্যময় সাপ৷ কারণ এই সাপের কামড়ের দাগ দেখা যায় না ,এছাড়াও কামড়ের জায়গায় কোনও জালা যন্ত্রণা অথবা রক্তপাত হয় না৷ এমন কি কোনও ঘুমন্ত মানুষকে যদি ঘুমের মধ্যেই এই সাপ কামড়ায়, তাহলে সেই মানুষের ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে৷ খুব সামান্য পরিমাণ বিষ একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে যথেষ্ট বলে প্রমানিত৷

পাহাড়ি অঞ্চলে কালাচের আনাগোনা কম থাকলেও গ্রাম বাংলায় এই সাপ প্রায় সব জায়গাতেই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়৷ ছিপছিপে,কালো রঙের ওপর সাদা সাদা ডোরাকাটা দাগের ফণাহীন এই সাপটি মানুষের সাহচর্য পছন্দ করে৷ 

সাধারণত কালাচকে মাটির বাড়ির আনাচে কানাচে, ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়৷ বর্ষাকালে ও গরমকালে এই সাপ ঘরের মধ্যে বিছানার ওপর বালিশের নীচে থাকতে বেশী পছন্দ করে৷ এছাড়াও মাদুর, চাটাই বা গোটানো বিছানার মধ্যে গুটিসুটি মেরে লুকিয়ে থাকে৷

কালাচ বা কালচিতি ছোট ছোট ব্যাং ও ফড়িং খেয়ে দিন যাপন করে৷ তাই বাংলায় বর্ষাকাল ও গরমকালে এই ধরণের প্রানীর ঘরে আনাগোনার ফলেই এই সাপটিকে বাড়ির আনাচে কানাচে খাদ্যের জোগাড়ে ঘুরতে দেখতে পাওয়া যায়৷

এই সাপের কামড়ের লক্ষণ খুবই বিচিত্র৷ সাধারণত এই সাপের কামড়ে তল পেটে ব্যথা, গলায় ঢোক গিলতে অসুবিধে হয়৷

তাহলে, কিভাবে এড়াবেন এই সাপকে?

১. গরমকাল থেকে বর্ষাকালে সবসময় বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে।

২. কার্বলিক অ্যাসিড বাড়ির সর্বত্র ছড়াতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen