এবার এই ছ’টি দেশ থেকে ভারতে এলে লাগবে নেগেটিভ RT-PCR রিপোর্ট?
কেন্দ্রীয় সরকার সম্ভবত আগামী সপ্তাহ থেকে চীন এবং অন্যান্য পাঁচটি দেশ থেকে আগত যাত্রীদের জন্য নেগেটিভ RT-PCR রিপোর্ট থাকা বাধ্যতামূলক করবে, বুধবার সরকারি সূত্র জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক থেকে আগেই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে আগামী ৪০ দিনগুলি গুরুত্বপূর্ণ হবে কারণ জানুয়ারিতে ভারত আবার কোভিড বৃদ্ধি দেখতে পারে।তবে জানা যাচ্ছে যে এবারের যদি আবার ওয়েভ আসেও তবে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি খুব কম হবে।
আগে, এটি লক্ষ্য করা গেছে যে COVID-19 এর একটি নতুন ওয়েভ পূর্ব এশিয়ায় আঘাত করার ৩০-৩৫ দিন পরে ভারতে আঘাত হানার প্রবণতা ছিল।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের জন্য আগামী সপ্তাহ থেকে ‘এয়ার সুবিধা’ ফর্মগুলি পূরণ করা এবং ৭২ ঘন্টা পূর্বে RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করা হতে পারে। .
সূত্রগুলি জানিয়েছে যে গত দুই দিনে আগমনের পর ৬,০০০ জনের মধ্যে ৩৯ জন আন্তর্জাতিক যাত্রী COVID-19 পজিটিভ পাওয়া গেছে।