করোনা সংক্রান্ত নির্দেশিকা অনেক দেশই মানছে না- WHO
করোনা সংক্রমণ মোকাবিলায় বহুদেশ আদৌ যত্নশীল নয় বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাসের বক্তব্য, করোনা সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনেকেই মানছে না। তারা ভুল পথে চলেছে। এর ফল মারাত্মক হতে পারে। টেড্রোস বলেছেন, ‘অনেক দেশই ভুল করছে। ফলে যত দিন যাচ্ছে, পরিস্থিতি জটিল হয়ে উঠছে। মহামারি ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধগুলি ঠিকভাবে মেনে চলতে না পারলে ভয়াবহ সংকট দেখা দেবে এবং এর জন্য বিরাট মাশুল দিতে হবে গোটা বিশ্বকে।’
সোমবার এক ভিডিয়ো কনফারেন্সে হু-এর প্রধান বলেন, ‘লক্ষ্য করছি, বিশ্বের বহু দেশ করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে না। আবার কোনও কোনও দেশ এই ভুল পথে হাঁটছে।’ তিনি হুঁশিয়ার করে বলেন, ‘করোনা ঠেকাতে যদি প্রাথমিক বিষয়গুলিই অনুসরণ না করা হয়, তা হলে আগামী দিনে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়ে যাবে।’ তাঁর বক্তব্য, বিশ্ব নেতাদের বিভিন্ন বার্তা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে। এই বিষয়ে সতর্ক হওয়া উচিত।
এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকা ও ব্রাজিলে। তারপরেই রয়েছে ভারত। এই দেশগুলির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টেড্রোস। হু প্রধান জানান, রবিবার গোটা বিশ্বে ২ লক্ষ ৩০ হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৫০ শতাংশই আমেরিকা ও ব্রাজিলের। আর ৮০ শতাংশ সংক্রমণ দশটি দেশে।
হু-র আর এক আধিকারিক মাইক রায়ান, মার্কিন এপিডেমোলজিস্ট সিন্ডা প্রিন্স সহ অনেকেই আমেরিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, আমেরিকার যে সব জায়গায় সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে, সেখানে কড়া লকডাউন করা উচিত। স্কুল, কলেজ সহ কোনও পাবলিক প্লেস খুলে রাখা উচিত নয়। নিয়ম মেনে চললে করোনা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের বিশ্বাস।