বাংলায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, পাল্টা অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এই অভিযোগ জানাবেন বলে খবর।

July 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল সূত্রে খবর, সকাল ১১ টা নাগাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেঙ্গল বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানাবেন তৃণমূল নেতৃত্ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এই অভিযোগ জানাবেন বলে খবর।

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। বিজেপি এই ঘটনাকে হত্যা বলেই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ এমনকী দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়না তদন্তের খবরও “সাজানো ” বলেও দাবি করেছে বিজেপি। প্রসঙ্গত, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করছে সিআইডি৷

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বাংলায় আইনের শাসন নেই বলে অভিযোগ করে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়। এই ঘটনার পাল্টা, বাংলায় হিংসার অভিযোগ জানাবে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen