সবচেয়ে বেশি ডিসকাউন্ট নেয় রায়গঞ্জ! কী বলছে Zomato?

ভারতবাসীর বিরিয়ানি প্রেম প্রশ্নাতীত।

December 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতবাসীর বিরিয়ানি প্রেম প্রশ্নাতীত। গোটা এক বছরে দেদার বিরিয়ানি খেয়েছেন দেশবাসী, এমনটাই জানাচ্ছে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। Zomato, নিজেদের ২০২২ সালের বিক্রির রিপোর্টে জানিয়েছে, প্রতি এক মিনিটে ১৮৬টি বিরিয়ানি অর্ডার এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা, প্রতি মিনিটে ১৩৯টি পিৎজা ডেলিভারি করেছে Zomato।

Zomato অ্যাপে বেশ কিছু অদ্ভুত সার্চও করা হয়েছে। Elon Musk food-এর জন্য ৭২৪ বার সার্চ করা হয়েছে। ওরিও পাকোড়ার খোঁজে ৪৯৮৮ বার সার্চ করা হয়েছে। কেউ কেউ জানতে চেয়েছিলেন ‘ইয়ে কোহলি কেয়া খাতা হ্যায় (বিরাট কোহলি কী খান)।

একনজরে দেখে নেওয়া যাক কী বলছে Zomato:

সবচেয়ে বেশি অর্ডার করা খাবার:

বিরিয়ানি। প্রতি এক মিনিটে ১৮৬টি করে বিরিয়ানির অর্ডার এসেছে।

দ্বিতীয় স্থানে পিজ্জা। প্রতি এক মিনিটে ১৩৯টি করে পিজার অর্ডার এসেছে।

২০২২ সালের সেরা গ্রাহক:

দিল্লির জনৈক অঙ্কুর। বছরে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়েছেন তিনি।

অর্ডারে সর্বোচ্চ পরিমাণ সঞ্চয়:

মুম্বাইয়ের এক ব্যক্তি ২০২২ সালে মোট অর্ডারে ২,৪৩,৪৯০ টাকা সঞ্চয় করেছেন।

কোন ভারতীয় শহর সবচেয়ে বেশি ডিসকাউন্ট পছন্দ করে?

রায়গঞ্জ, সেখানে ৯৯.৭ শতাংশ অর্ডারে প্রোমো প্রয়োগ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি