গত ১৬ মাসের মধ্যে শীর্ষে পৌঁছল ভারতে বেকারত্বের হার! পরিসংখ্যানে চক্ষু চড়কগাছ

মূলত উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং চাকরিমুখী লক্ষ লক্ষ তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদীর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

March 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২২-এর ডিসেম্বরে আকাশ ছুঁল ভারতে বেকারত্বের হার। রবিবার সিএমআইই প্রকাশিত পরিসংখ্যানে বাড়ল উদ্বেগ। এই পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৩ শতাংশ, যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। নভেম্বরে এই হার ছিল ৮ শতাংশ।

শহরগুলিতে বেকারত্বের হার ডিসেম্বর মাসে ১০.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসে ছিল ৮.৯৬ শতাংশ, নভেম্বর মাসে যখন গ্রামীণ বেকারত্বের হার ৭.৫৫ শতাংশ ছিল, যেটা কমে হয়েছে ৭.৪৪ শতাংশ।

এর আগে দৃষ্টিভঙ্গির খবর করেছিল, দেশে দ্রুত বাড়ছে বেকারত্ব। সিএমআইই-র পরিসংখ্যানে রবিবার তার প্রতিফলন হল।

মূলত উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং চাকরিমুখী লক্ষ লক্ষ তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদীর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

প্রসঙ্গত, এর আগে CMIE-এর রিপোর্ট অনুযায়ী জানা গেছে, বেকারত্বের হারে সবথেকে খারাপ হাল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার। সেখানে বেকারত্বের হার ২৫.৭ শতাংশ। নরেন্দ্র মোদী যতই আত্মনির্ভর ভারত বলে গলা ফাটাক না কেন বাস্তবে দেশে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি