রাজীবকে নিয়ে সমস্যা নেই, জল্পনায় জল ঢাললেন ফিরহাদ হাকিম
দুর্নীতির প্রশ্নে ‘রাঘব বোয়ালদের’ শাস্তির দাবি তুলে তৃণমূলে আলোড়ন ফেলেছিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রাপ্য গুরুত্ব না-দেওয়ার অভিযোগে হাওড়া (সদর) তৃণমূল সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে খোলাখুলি জেহাদও ঘোষণা করেছিলেন রাজ্যের বনমন্ত্রী। অরূপও প্রত্যাঘাত করায় দুই মন্ত্রীর তরজায় বেড়েছিল দলের অস্বস্তি। তবে শাসকদল এই বিতর্ক আর বাড়াতে চায় না বলেই ইঙ্গিত মিলছে। দলের শীর্ষ নেতৃত্ব রাজীবকে ডেকে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। দলের নির্দেশ মাথায় রেখে রাজীবও আর প্রকাশ্যে মুখ খুলতে চান না।
সোমবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রাজীবকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলেন। মঙ্গলবার ফের হাওড়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম তাঁকে কলকাতা পুরসভায় নিজের ঘরে ডেকে কথা বলেন। সেখানে মিনিট কুড়ি ছিলেন রাজীব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘কাল বক্সীদা ডেকেছিলেন, গিয়েছিলাম। আজ ববিদা ডেকেছিলেন। এলাম। চা খেলাম। যা বলার ববিদাই বলবেন।’ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি প্রসঙ্গে পরে ফিরহাদ বলেন, ‘যাদের নামের তালিকা তৈরি হয়েছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা দল তৈরি করবে।’
এ দিনই বালির নিশ্চিন্দায় বনমহোৎসবের সূচনা করেন রাজীব। সেখানেও প্রধান অতিথি হিসেবে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ। রাজীব প্রসঙ্গে ফের প্রশ্নে জল্পনায় জল ঢেলে ফিরহাদ বলেন, ‘ওঁকে নিয়ে দলে কখনও কোনও সমস্যা হয়নি। যা কথা উঠেছে তা দলের অভ্যন্তরীণ ব্যাপার। দলেই আলোচনা হবে। সংবাদমাধ্যমে কিছু বলার নেই।’
গত শনিবার একাধিক টিভি চ্যানেলে রাজীব মন্তব্য করেন, ‘দলে দুর্নীতি রোধ করতে হলে কয়েকটা চুনোপুঁটিকে এগিয়ে দিলে হবে না। অনেক রাঘব বোয়াল, রুই-কাতলা, ইলিশ আছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’ তখনও অবশ্য রাজীব বারবার দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা বলেছিলেন।