বৃহস্পতিবার থেকে বদলে যাবে রাজ্যের আবহাওয়া! কী বলছে হাওয়া অফিস
ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা কলকাতা থেকে জেলাগুলি। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা পরিষ্কার হচ্ছে। তুলনায় সূর্যের তেজও যথেষ্ট কম। দাপুটে শীতের দেখা নেই। তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিন একই রকম থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া।
তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি নামতে পারে পারদ। একই সঙ্গে মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত ঘন কুয়াশার দাপট দেখা যাবে কলকাতা থেকে বাকি জেলায়।
এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা ওঠা নামা করলেও, উত্তরবঙ্গে জমিয়ে ব্যাটিং করছে শীত। বরফও পড়ছে বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী কয়েক দিন রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।