ফের ক্রিকেটে ফিরছেন সৌরভ!

সৌরভ বোর্ডের দায়িত্ব ছাড়ার পর তাঁর সিএবি সভাপতি হওয়া নিয়েও জল্পনা ছিল।

January 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবার ক্রিকেটের ময়দানে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই থেকে বিদায় নেওয়ার পর দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন সৌরভ। একবার দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেটে’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। সংবাদ সংস্থা সূত্রে এরকমটাই খবর।


দিল্লি ক্যাপিটালস দলে আগেও ছিলেন সৌরভ। সেই দলেই ফিরতে চলেছেন তিনি। ঋষভ পন্থ সেই দলের অধিনায়ক এবং কোচ রিকি পন্টিং। সেই দলেই যুক্ত হতে চলেছেন সৌরভ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ।


সৌরভ বোর্ডের দায়িত্ব ছাড়ার পর তাঁর সিএবি সভাপতি হওয়া নিয়েও জল্পনা ছিল। সৌরভ নিজেই সিএবি নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থার সঙ্গে তিনি যুক্ত হননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় কী করবেন। শেষমেশ আইপিএল ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ পদে বসলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen