← বিবিধ বিভাগে ফিরে যান
কেন পালন হয় মকর সংক্রান্তি? জেনে নিন দিনটির গুরুত্ব
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। সাধারণত পৌষ মাসের শেষ দিন ১৪ জানুয়ারিতে পালিত হয় মকর সংক্রান্তি। কিন্তু এবছর এই দিনটি পড়েছে ১৫ জানুয়ারি, রবিবার। হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কথা।
জেনে নিন কেন পালন করা হয় এই উৎসব?
- ‘সংক্রান্তি’ শব্দের অর্থ গমন করা। সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলি সাধারণত এদিন থেকেই শুরু হয়।
- মনে করা হয়, মরসুমের নতুন ফসল ওঠার প্রথম দিন হল মকর সংক্রান্তি। তাই অনেকে এই দিনকে ফসল তোলার উৎসবও বলে থাকেন।
- এই দিনটিতেই শেষ হচ্ছে সূর্যের দক্ষিণায়ন, শুরু হচ্ছে সূর্যের উত্তরায়ন। সব মিলিয়ে শস্য এবং সূর্যের পুজোর দিন এটি।
- মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যা ইচ্ছামৃত্যুবরন করেছিলেন।
- কথিত আছে সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন।
- এই দিনে আবার দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে মন্দিরা পর্বতে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল। তাই অনেকের বিশ্বাস এইদিনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয় এই দিনে।
- এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের আচার অনুষ্ঠান ও বেশ কিছু নিয়ম। এই বিশেষ দিন দূর যাত্রা করা অনুচিত বা অন্য কোথাও গেলেও রাতে বাড়ি ফিরে আসার নিয়ম।
- সংক্রান্তির আগে বাঙালিরা অশুভ শক্তিকে বিদায় জানাতে রান্নার বাসন, ঘরবাড়ি পরিষ্কার করেন।
- এই বিশেষ দিনে বাঙালিদের বাড়িতে পৌষ পার্বণ পালন করা হয়। বাড়িতে আলপনা দেওয়া হয়, বানানো হয় পিঠেপুলি, পাটিসাপটা। তার সঙ্গে তিল, কদমা এইসব খাওয়ার রীতিও রয়েছে।
পৌষ পার্বণ ছাড়াও মকর সংক্রান্তির সময়ে বাংলায় নানা ধরনের অনুষ্ঠান হয়। এদিন গঙ্গাসাগর মেলা, বীরভূমের কেন্দুলি গ্রামে জয়দেবের মেলাও হয়।