কলকাতা বিভাগে ফিরে যান

এবারের বইমেলায় জ্ঞানপিপাসুদের জন্যে প্রদর্শিত হবে প্রাচীন, দুষ্প্রাপ্য পুঁথি

January 4, 2023 | < 1 min read

কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে বইপ্রেমীদের দুর্গাপুজো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার বইমেলায় মিলবে সুবর্ণ সুযোগ।সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে, প্রাচীন এবং দুষ্প্রাপ্য পুঁথির সম্ভার। এই প্রথম কলকাতা বইমেলায় পুঁথি ও পান্ডুলিপি প্রদর্শিত হতে চলেছে। এশিয়াটিক সোসাইটিতে থাকা বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাসের সাক্ষী প্রাচীন পুঁথি ও অমূল্য পাণ্ডুলিপি নিয়ে এসে কলকাতা বইমেলায় একটি পৃথক স্টলে রাখা থাকবে। এই অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।

নিজস্ব মাঠ পেয়েছে বইমেলা, এবারই প্রথম বইমেলা প্রাঙ্গণে বইমেলা হতে চলেছে। ২০০৬-এর পর এবারও থিম কান্ট্রি স্পেন। একই সঙ্গে নন্দনে তিনদিন ধরে চলবে স্প্যানিশ চলচ্চিত্র উৎসব। ১৫টি দেশ অংশ নেবে কলকাতা বইমেলায়। এবারই প্রথম বইমেলায় অংশ নিতে চলেছে থাইল্যান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata Book Fair 2023, #Rare Books

আরো দেখুন