← রাজ্য বিভাগে ফিরে যান
কলকাতায় ফের পারদপতন, কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা
ঠান্ডায় জেগে উঠেছে কলকাতা। কনকনে হিমেল হাওয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। রাজ্য জুড়ে শীতের শিরশিরানি অব্যাহত, সঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। যদিও, দিনের তাপমাত্রায় তেমন বদল হবে না। তবে, ৮ জানুয়ারির পর শীতের দাপট কিছুটা কমবে। কয়েক ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকতে পারে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।