করোনা সামলে কাঁটা এখন মূল্যবৃদ্ধি, সংসার চালাতে নাভিশ্বাস গৃহস্থর
করোনা কাটিয়ে উঠতে না উঠতেই নয়া কাঁটা আমজনতার জীবনে, তার নাম মূল্যবৃদ্ধি। ২০২২ সালে মূল্যবৃদ্ধির কারণেই নাজেহাল গৃহস্থ। জিনিসপত্রের দামকে কেন্দ্র করে নাভিশ্বাস সংসার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও, বাড়েনি আয়ের অঙ্ক। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক বাজার সমীক্ষক সংস্থার সাম্প্রতিক সমীক্ষা বলছে, ৭৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের সংসার খরচ একলাফে অনেকগুণ বেড়ে গিয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধির কথা সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বীকার করেছেন। ৫০ শতাংশের মত, মুদ্রাস্ফীতির জন্যেই এমনটা হয়েছে। ১৯ শতাংশ মানুষ বলছেন, চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যাওয়ায় তাদের সংসার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
অনেকেই মনে করছেন, মূল্যবৃদ্ধিতে লাগাম পরানো যাবে। মানুষজন সঞ্চয়ের উপরেও জোর দিচ্ছেন। ৪০ শতাংশ মানুষ জানিয়েছেন, মিউচুয়াল ফান্ড, সোনা এবং শেয়ার বাজারের মাধ্যমে সঞ্চয়ের পথ বেছে নিচ্ছেন। ১৬ শতাংশ জানিয়েছেন, নতুন বছরে তারা কিছু না কিছু সঞ্চয় করবেন। সঞ্চয়ী নন এমন মানুষও, আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবছেন। ৩৪ শতাংশ মানুষ বলছেন, তারা ছেলেমেয়েদের বিনিয়োগে সাহায্য করবেন। সমীক্ষায় ১৩ শতাংশ মানুষ বলছেন, তারা গাড়ি কেনার দিকে এগোবেন।