দেশ বিভাগে ফিরে যান

Alt News-এর জুবেরের বিরুদ্ধে প্রমাণই নেই কোনও অপরাধের, জানাল দিল্লি পুলিশ

January 6, 2023 | < 1 min read

অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেরের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ নেই, দিল্লি হাইকোর্টে এমনটাই জানালেন দিল্লি পুলিশের আইনজীবী নন্দিতা রাও। গত বছর মোদী সরকারের রোষে পড়েছিলেন মহম্মদ জুবের, গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর জামিন পেয়েছিলেন। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে এবার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। দিল্লি পুলিশের সাইবার সেলে পকসো আইনে মামলা দায়ের করা হয়। দিল্লি হাইকোর্টে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জুবেরের বিরুদ্ধে অপরাধমূলক কিছু পাওয়া যায়নি। আদালতে দিল্লি পুলিশের আইনজীবী নন্দিতা রাও বলেন, জুবেরের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িত থাকার কোনও প্রমাণ নেই। খবর মিলেছে, চার্জশিটেও কোনও অভিযোগ রাখা হয়নি।

২০২০ সালে এক বালিকার বিকৃত ছবি রিটুইট করার অভিযোগে জুবেরের বিরুদ্ধে এনসিপিসিআরের চেয়ারম্যান মামলা দায়ের করেন। সেই মামলায় দিল্লি পুলিশের বক্তব্য শোনার পর, আদালত অন রেকর্ড মামলা চার্জশিট পেশ করার কথা জানিয়েছে। প্রসঙ্গত, মে মাসে দিল্লি পুলিশ জানিয়েছিল, জুবের যে অপরাধ করেছেন তা জামিন অযোগ্য নয়। অন্যদিকে, ​এফআইআর তুলে নেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ জুবের। এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। এনসসিপিসিআরের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ জানিয়েছেন, পরবর্তী নির্দেশ পাওয়ার পরই তারা এই বিষয়ে পদক্ষেপ করবেন। জানা গিয়েছে, মার্চ মাসের দু তারিখ মামলাটি আবার হাইকোর্টে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammed zubair, #Alt news, #nandita rao, #Delhi Police

আরো দেখুন