← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
অফিস পাড়ার নন্দিনী! জেনে নিন তাঁর গল্প
রক্তকরবীর নয়, তিনি অফিস পাড়ার নন্দিনী। বাঙালের হাতে বাঙালি রান্না খেতে হলে, যেতে হবে তাঁর দোকানে। কলকাতার পরতে পরতে নড়েচড়ে ইতিহাস, হাতছানি দেয় ফেলে আসা সময়। আজও এ শহরে মেলে ত্রিশ টাকার তৃপ্তির আহার। দেখা মেলে পাইস হোটেলের, তেমনই একটি হোটেল চালান নন্দিনী। বাবা-মায়ের সঙ্গেই তিনি সামলাচ্ছেন দোকান। খুন্তি নাড়ছেন, খাবার দিচ্ছেন আবার হাসি মুখে পরিবেশনও করছেন, গত দু-সপ্তাহে পাল্টে গিয়েছে তাঁর জীবন। আজ তিনি রীতিমতো ভাইরাল, নেট দুনিয়া এক ডাক চিনছে তাঁকে। ভিন রাজ্যে চাকরি করে, ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়ে এখন তিনি অফিস পাড়ার অন্নপূর্ণা। কেমন করে এলেন এখানে, কীভাবে হাতে তুলে নিলেন খুন্তি, মমতা থেকে হয়ে উঠলেন অফিস পাড়ার নন্দিনী- শুনে নিন তাঁরই মুখে।