← রাজ্য বিভাগে ফিরে যান
কনকনে ঠান্ডায় কাবু কলকাতা সহ গোটা রাজ্য, জেনে নিন আজকের তাপমাত্রা
উত্তুরে হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে মহানগর কলকাতা। শুক্রবার তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি, আজ শনিবার তাপমাত্রা থাকবে ১০-১১ ডিগ্রির মধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোরবেলা ঘন কুয়াশা থাকলেও রোদের দেখা মিলবে রাজ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি কম থাকার সম্ভাবনা । আগামী দুই দিন এই আবহাওয়া থাকবে।
পুরুলিয়ায় আজ তাপমাত্রা ৬.২ ডিগ্রির কাছেই থাকবে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসছে শীত।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় তাপমাত্রা যথাক্রমে ৪.৮ ডিগ্রি ও ৭.৮ ডিগ্রি থাকছে । উত্তরবঙ্গে সারাদিন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।