দেশ বিভাগে ফিরে যান

বাজেট ‘২৩: করদাতাদের ডান হাতে উপহার দিয়ে, বাঁ হাতে কেড়ে নিতে চলেছে কেন্দ্র?

January 7, 2023 | < 1 min read

এবারের বাজেটে অপ্রত্যক্ষ করের পরিধি বাড়িয়ে রাজকোষ ভরানোর চেষ্টা চালাতে পারে মোদী সরকার। তবে ব্যক্তিগত আয়করের হার কিংবা করছাড়ের ঊর্ধ্বসীমায় কিছুটা স্বস্তি আসতে পারে বলেও জানা যাচ্ছে।

শোনা যাচ্ছে এবারের বাজেটে জিএসটির আওতায় আনা হতে পারে করের বাইরে থাকা বহু পণ্যকে। পাশাপাশি নতুন সেস ঘোষণা করে অপ্রত্যক্ষ কর আদায় করতে পারে মোদী সরকার। আশঙ্কা করা হচ্ছে যে যে সামাজিক সুরক্ষা খাতের খরচ সামলাতে মধ্যবিত্তের পকেটে ফের কোপ পড়তে পারে।

শোনা যাচ্ছে যে ব্যক্তিগত আয়কর সংক্রান্ত দু’টি বিকল্প সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে বাজেটের প্রস্তুতি পর্বে । হতে পারে যে, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হতে পারে। অন্যথা, কোনওরকম ছাড়হীন আয়কর কাঠামো সকলের জন্য প্রযোজ্য হবে যাতে আয়করের হার কমানো হলেও তাতে কোনও ছাড়ের ব্যবস্থা থাকবে না।

তবে মোদী সরকারের একাংশ লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে এত বড় ধাক্কা দিতে নারাজ । এতে বিরোধীরা কেন্দ্রকে আক্রমণের সুযোগ পাবে। তাই মধ্যবিত্তকে আয়করে ছাড় দেওয়ার মাধ্যমে খুশি করার চেষ্টাই সম্ভবত হবে।

উল্টোদিকে করদাতাদের কার্যত ডান হাতে উপহার দিয়ে, বাঁ হাতে কেড়ে নিতে চলেছে কেন্দ্র। আয়করে দেওয়া ছাড় কেড়ে নিতে সামাজিক সুরক্ষা খাতে সরকারের খরচ অনেক বেড়ে গিয়েছে। রাজকোষ ভরানোর জন্য অর্থমন্ত্রককে ভাবতে হচ্ছে রাজস্ব সংগ্রহের বিকল্প পথ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Budget, #Nirmala Sitharaman, #modi govt, #Budget 2023

আরো দেখুন