দাপিয়ে ব্যাটিং শীতের, কাঁপুনি ধরানো পৌষ কাটাচ্ছে বঙ্গবাসী
শীতপ্রেমীদের পৌষ মাস, শীতকাতুরেদের সব্বনাশ! জাঁকিয়ে শীত পড়েছে বাংলা। পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ইনিংস দেখছে বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্রই হাড়কাঁপুনি ঠান্ডা। স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। শনিবারের পর আজ রবিবারও তিলোত্তমায় কনকনে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুরু হচ্ছে। যার জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে।
যদিও শুক্রবারের থেকে সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে স্বাভাবিকের থেকে নীচেই রয়েছে পারদ। হাড়কাঁপুনি শীত অনুভূত হচ্ছে।
চলতি শীতের মরশুমে পরপর দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। শনিবার থেকে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা উর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে দাঁড়াল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’তিনদিন ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতায়। রাজ্যের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই কড়া শীত থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম। স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কমে পুরুলিয়ার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে।