খেলা বিভাগে ফিরে যান

জ্বলল না মশাল! ওড়িশার কাছে হার ইস্টবেঙ্গলের

January 7, 2023 | < 1 min read

নতুন বছরেও জ্বলল না মশাল। ওড়িশার কাছে হারের মুখ দেখল ইস্টবেঙ্গলকে। খেলার ১০ মিনিটে ক্লেটনের দুরন্ত গোলে এগিয়ে গিয়েও হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। ক্রমেই আইএসএলের প্লে অফের রাস্তা কঠিন ফেলল ইস্টবেঙ্গল। তিনটি গোল হজম করল লাল-হলুদ শিবির। ওড়িশার দিয়েগো মরিসিও একাই জোড়া গোল করেন। তৃতীয় গোলটি করেন নন্দ কুমার।

লিমার পাস থেকে ওড়িশা গোলে বল জড়িয়ে দেন ক্লেটন আগুয়ান। ১২ মিনিটে কর্নার থেকে দিয়েগো মরিসিও গোল তুলে নিয়ে ১-১-এ সমতা ফেরায় ওড়িশা। বিরতির ঠিক আগেই ওড়িশার হয়ে দ্বিতীয় গোলটি করেন নন্দ কুমার। ম্যাচের ৫৩ মিনিটে দিয়েগো নিজের দ্বিতীয় গোলটি করে আরও ব্যবধান বাড়িয়ে দেয়। ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে পারেনি।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Odisha FC, #East Bengal

আরো দেখুন