রাজ্য বিভাগে ফিরে যান

RPF-এর জুলুমের বিরুদ্ধে গাংপুর স্টেশনে রেল অবরোধে জাতীয় বাংলা সম্মেলন

January 8, 2023 | < 1 min read

দীর্ঘদিন ধরেই শক্তিগড়ে RPF-এর বিরুদ্ধে হকারদের প্রতি জুলুমের অভিযোগ উঠছিল। অভিযোগ উঠছিল, আরপিএফরা অনেকদিন ধরেই হকারদের থেকে তোলাবাজি করছিল। টাকা দিতে অস্বীকার করলে হকারদের বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল হিন্দিভাষী আরপিএফ পুলিশদের বিরুদ্ধে। হকাররা লড়াই করলেও, তারা জোটবদ্ধ হতে পারিনি। সলতে পাকানোর কাজটি করেছিল, জাতীয় বাংলা সম্মেলনের হকার সংগঠন বঙ্গীয় হকার সম্মেলন। তারাই হকারদের জোটবদ্ধ করে আন্দোলন গড়ে তুলল। আরপিএফদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠিক করার চেষ্টাও করা হয়। কিন্তু লাভ হয়নি। আগামীদিনে হকারদের প্রতি জুলুমের মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি দেন আরপিএফরা। এর প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলন এবং জাতীয় বাংলা সম্মেলনের হকার সংগঠন বঙ্গীয় হকার সম্মেলন প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদে গাংপুর স্টেশনে প্রায় ২ ঘণ্টা ধরে রেল অবরোধ করা হয়। রাজধানীসহ বহু দূরপাল্লার ট্রেন এই বিক্ষোভের সম্মুখীন হয়।

সংগঠনের সভাপতি সিদ্ধব্রত দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হিন্দিভাষী আরপিএফ বাংলার হকাদের ওপরে অত্যাচার করছে। রেল বেসরকারিকরণের চেষ্টা চালছে দেশে। অভিযোগ, রেল এবং আরপিএফ যৌথভাবে হকাদের মিথ্যে কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে, হকাররা যাতে হকারি ছেড়ে দেন। সভাপতি সিদ্ধব্রত দাসের কথায়, তারা লড়াই থেকে পিছু হটবেন না। আগামীদিনে এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে। হকারদের আইনি স্বীকৃতির দাবিতে তারা লড়ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#জাতীয় বাংলা সম্মেলন, #RPF, #Jatiyo bangla sommelon

আরো দেখুন