খেলা বিভাগে ফিরে যান

Kanyashree Cup-এ রেকর্ড! ৩৫ গোল দিল ইস্টবেঙ্গল

January 10, 2023 | 2 min read

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল, ছবি সৌজন্যে- East Bengal Club/ফেসবুক

মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ প্রতিযোগিতায় বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।

ম্যাচের মাত্র ৩ মিনিটে গোল করেন গীতা দাস। এরপর প্রথমার্ধে মোট ১৮টি গোল হয়েছে। দ্বিতীয়ার্ধে সব মিলিয়ে ১৭টি গোল করেছেন ইমামি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল, ছবি সৌজন্যে- East Bengal Club/ফেসবুক

এদিন মোট ১০ জন মহিলা ফুটবলার গোল করলেন। ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কবিতা সোরেন (৬) ও মৌসুমি মুর্মু (৬)। ৫টি করে গোল করেছেন দেবলীনা ভট্টাচার্য ও গীতা দাস। সুস্মিতা বর্ধন করেন ৪টি গোল। ঐশ্বরিয়া জাগতাপ মোট ৩ বার বেহালার জালে বল জড়ান। সুলঞ্জনা রাউল ও তনুশ্রী ওরাও ২টি করে গোল করেন। পিয়ালি কড়া ও বিরশী ওরাও করেন ১টি করে গোল। অর্থাৎ গোলকিপার ছাড়া বাকিরা প্রত্যেকেই গোল করেছেন।

জয়ের পর উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল, ছবি সৌজন্যে- East Bengal Club/ফেসবুক
TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal Club, #kanyashree cup, #East Bengal

আরো দেখুন