বিনোদন বিভাগে ফিরে যান

ভুবন সোমের স্মৃতিচারণ? সৃজিতের ‘পদাতিক-এর পোস্টার শেয়ার করলেন অমিতাভ

January 11, 2023 | < 1 min read

মৃণাল সেন-কে নিয়ে ছবি বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ সমাজমাধ্যমে সৃজিতের ছবি পদাতিক-এর পোস্টার শেয়ার করছেন অমিতাভ বচ্চন। অমিতাভ কি আজ এই পোস্টের মাধ্যমেই মৃণাল সেনকে শ্রদ্ধা জানালেন। মৃণাল সেন ও অমিতাভের যুগলবন্দির সাক্ষী ভুবন সোম। তদানিন্তন সময়ের বলিপাড়ার লোকেদের স্মৃতিচারণায় জানা যায়, অমিতাভের ভুবন সোম ছবির সূত্রধর হয়ে ওঠার কাহিনী।

১৯৬৯ সাল, মৃণাল সেন ভুবন সোমের শ্যুটিং সেরে ফেলেছেন। ক’দিনের পরের ঘটনা, বোম্বেতে বন্ধু তথা চিত্রনাট্যকার কে এ আব্বাসের বাড়িতে আড্ডায় বসেছেন মৃণালবাবুরা। সাত হিন্দুস্থানী ছবি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এর মধ্যেই মৃণাল সেন জানালেন, ভুবন সোম ছবির জন্যে তাঁর একজন সূত্রধর দরকার। আড্ডার আসর থেকে উঠে দাঁড়িয়ে একজন ভাঙা ভাঙা বলে উঠল ‘আমি বাংলা জানে’। মৃণাল সেন রাজি, আব্বাসও ছেলেটিকে ছেড়ে দিলেন। হয়ত বলেছিলেন, যাও করো কাজটা। মৃণাল সেন জানিয়েছিলেন এ কাজের জন্যে টাকা দিতে পারবেন না। ছেলেটি তাতেও রাজি। শুধু জিজ্ঞাসা করলেন, ‘আমার নাম থাকবে তো?’ নামটা শেষমেষ ছিল। তবে শুধু নামটুকুই, পদবি নয়। কেবল নামটুকু রাখার প্রস্তাব দিয়েছিল ছেলেটিই। মৃণাল সেনও রাজি হয়েছিলেন। ছবির শেষে পর্দায় ভেসে উঠেছিল ‘অমিতাভ’। ভুবন সোম ছবির শুরুতে মিনিট পাঁচেকের জন্যে অমিতাভের মনমোহিনী ব্যারিটন আজও মুগ্ধ করে আপামর দর্শককে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali Movie, #amitabh bachchan, #Srijit Mukherji, #Padatik

আরো দেখুন