ভোট এলেই অনুপ্রবেশের হাওয়া! মোদী-শাহদের খোঁচা বাংলাদেশের মন্ত্রীর

এবার স্বয়ং বাংলাদেশের মন্ত্রী যেভাবে অনুপ্রবেশের অভিযোগ নস্যাৎ করে দিলেন, তাতে বিজেপি বিরোধীদের দাবিতেই সিলমোহর পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

January 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নরেন্দ্র মোদী, অমিত শাহদের বাংলাদেশী অনুপ্রবেশকারী নিয়ে বিভিন্ন সময় করা মন্তব্য নিয়ে বাংলাদেশ যে বিরক্ত তার ইঙ্গিত মিলল বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর কথায়। মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাছান মামুদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ভালো। নাগরিকদের মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিগত তিন বছরে বাংলাদেশে অনাহারে কেউ মারা যাননি। তাই এদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’ তিনি বলেন, রাজনীতির কারণে দেশে দেশে বিভিন্ন সময় নানা ধরনের স্লোগান সামনে আসে। নির্বাচন এলেই অনুপ্রবেশের হাওয়া ওঠে। সবসময় তা সত্য হয় না। তবে কোনও দায়িত্বশীল রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্যে অবশ্যই খারাপ লাগে।’

অতীতে দেখা গিয়েছে, ভোট-বৈতরণী পার হতে বারবার অনুপ্রবেশ, সিএএ, এনআরসি ইত্যাদি বিষয়কে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। বাংলায় এসে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই ভোট ভিক্ষা করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রমুখ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এ সংক্রান্ত প্রচার চরমে নিয়ে গিয়েও বাংলায় ‘ডাবল ইঞ্জিন’ সরকার গড়তে ব্যর্থ হয় কেন্দ্রের শাসক দল। এবার স্বয়ং বাংলাদেশের মন্ত্রী যেভাবে অনুপ্রবেশের অভিযোগ নস্যাৎ করে দিলেন, তাতে বিজেপি বিরোধীদের দাবিতেই সিলমোহর পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen