শিল্প-বাণিজ্যমহলের জন্যে অবাধ করছাড়, অর্থনীতি কি চাঙ্গা হবে নয়া SEZ বিলে?
মন্দা কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের শিল্প-বাণিজ্যমহলের জন্যে অবাধ করছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, খুব শ্রীঘই ২০০৬ সালের স্পেশাল ইকনমিক জোন অর্থাৎ এসইজেড আইন সংশোধন করে সংসদে নয়া এসইজেড বিল পেশ করা হবে। খবর মিলেছে, প্রস্তাবিত নয়া বিলের খসড়ায় দেশের শিল্পমহল তথা কর্পোরেটের জন্যে অজস্র করছাড়ের সুবিধা রাখা হবে। যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানি কর স্থগিত রাখা হবে, রপ্তানির উপর ধার্য করা জিএসটিও শর্তসাপেক্ষে মকুব করা হবে, ক্ষেত্র বিশেষ নাকি আইজিএসটিও মকুব করা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন আভাস দিয়েছিলেন স্পেশাল ইকনমিক জোনের বিশেষ এক আইন আনা হবে। নতুন এসইজেড নিয়ে দেশের সমস্ত মন্ত্রকের কাছে পরামর্শ ও প্রস্তাব চাওয়া হয়েছিল। শিল্প ও বাণিজ্য মন্ত্রক এমনভাবে নয়া এসইজেড বিল তৈরি করছে, যাতে দেশীয়ভাবে কোনও উপকরণ এবং উপাদান তথা কাঁচামাল সংগ্রহের উপর ধার্য হওয়া আইজিএসটি মকুব করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যে অপ্রত্যক্ষ করের কিছুটা মকুব করা হচ্ছে, সেই প্রবণতাও বজায় রাখা হবে। নয়া বিলে আগের মতোই কর্পোরেট করের হার ১৫ শতাংশ চালিয়ে যাওয়ার প্রস্তাবও রয়েছে। রাজ্য সরকারগুলি এসইজেডকে নিজেদের সুবিধামতো বিভিন্ন রকমের উৎসাহ ভাতা ও সহায়তা দিতে পারবে, সে প্রস্তাবও থাকছে। রপ্তানির ক্ষেত্রে এসইজেডে প্রথম পাঁচ বছর সম্পূর্ণ আয়কর ছাড়ের সুবিধা রয়েছে। পরবর্তী পাঁচ বছরে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। বিগত বছর অবধি নতুন করে ৪২৫ সংস্থাকে এসইজেডের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিক মন্দা কাটাতে ও কর্মসংস্থান বাড়াতে এসইজেডকে আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।