← রাজ্য বিভাগে ফিরে যান
সংক্রান্তি পড়লেই বিদায় নেবে শীত? কী বলছে আবহাওয়া দপ্তর?
পশ্চিমি ঝঞ্ঝার কারণে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে উধাও হতে পারে শীত। তাই সংক্রান্তি পড়তেই কনকনে ঠান্ডার দাপট কমে যাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
তাপমাত্রা বেড়ে কলকাতায় আজ ১৪ ডিগ্রি ছুঁয়েছে। উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়ে এসেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানালো উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদ ঝলমল করবে।
আগামী ৪ দিন ধীরে ধীরে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের।