রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যজুড়ে ঠান্ডা উধাও, ফের কবে শীতের ঝোড়ো ব্যাটিং? জেনে নিন

January 14, 2023 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Tripoto

চড়ছে পারদ, ঠান্ডা প্রায় উধাও। ভোরবেলার দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে গরম বাড়বে অন্তত দুদিন জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে এই দুদিন গরম থাকলেও সোমবার থেকে ফের ঝোড়ো ব্যাটিং শুরু করবে শীত।

গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। বেলায় তা ১৭ ডিগ্রিতে পৌঁছয়। আজ, ভোরের তাপমাত্রা ১৫ ডিগ্রির বেশিই কিন্তু বেলা বাড়লে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা,দুই ২৪ পরগনা, হাওড়া ও দুই মেদিনীপুরে ভোরে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কিছু এলাকায় আগামী দু তিন দিন হালকা বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #West Bengal Weather, #Winter season, #West Bengal, #Kolkata, #Winter

আরো দেখুন